![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/10/01/gini_and_jacob.jpg)
সাবেক এমপি মাহবুব আরা গিনি ও আবদুল্লাহ জ্যাকব ঢাকায় গ্রেপ্তার
ডেইলি স্টার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১০:২০
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে ঢাকার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ডিবি কর্মকর্তা জানান, গিনি ও জ্যাকব ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাদেরকে কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে পরে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।