![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-09-30%252Fiplpk0zi%252F46168520011138032434386002558346583628982449n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D720)
ভিন্ন লুকে মিম, তিশা, জেফাররা
প্রথম আলো
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৪
নিয়মিত ফেসবুকে সরব থাকলেও এবার ভিন্নভাবে ভক্তদের সামনে দেখা দিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ও গায়িকা জেফার রহমান। তাঁদের ছবিগুলো প্রশংসা পাচ্ছে নাটক ও সিনেমাসংশ্লিষ্ট গ্রুপগুলোয়। একনজরে দেখে নিতে পারেন।
একসময় আটকে যাওয়া ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমা দিয়েই বড় পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছেন নায়িকা বিদ্যা সিনহা মিম। সম্প্রতি সে খবর জানিয়েছেন। আপাতত শুটিং না থাকলেও শোরুম উদ্বোধন করতে দেখা যায় তাঁকে। এর মধ্যেই ভিন্নভাবে ফেসবুকে ধরা দিলেন মিম।