সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা থাকা চাই

যুগান্তর বিমল সরকার প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮

কোনো একটি সরকারের পক্ষে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় দৃঢ়তা থাকা চাই। সরকারের সিদ্ধান্তহীনতা কিংবা ভুল বা দেরিতে গৃহীত সিদ্ধান্ত অনেক সময় বড় ধরনের বিপত্তি ও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কিংবা জনগুরুত্বপূর্ণ ইস্যুতে একবার সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়ে পরক্ষণে তা থেকে সরে আসাটাও ভালো কোনো লক্ষণ নয়। এমন ক্ষতির দীর্ঘস্থায়ী মাশুল দিয়ে যেতে হয় গোটা জাতিকে।


গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ‘ইতস্ততা’ করার কোনো সুযোগ নেই। সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ বা ইতস্ততা কিংবা একবার সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে সামান্য ছুতায় সে সিদ্ধান্ত থেকে সরে আসাটাও দায়িত্বশীল কোনো সরকার, প্রতিষ্ঠান, সংস্থা কিংবা সংগঠনের কাছ থেকে কেউ আশা করে না; কিন্তু এমনটি বিভিন্ন ক্ষেত্রে একের পর এক ঘটে চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও