পাসওয়ার্ড এনক্রিপ্ট না করায় মেটার জরিমানা ৯ কোটি ইউরো
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৬
ইউরোপীয় ইউনিয়নের পাসওয়ার্ড আইন লঙ্ঘনের দায়ে সম্প্রতি ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৯ কোটি ১০ লাখ ইউরো জরিমানা করেছে সংস্থাটির ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)।
কোম্পানিটির অভ্যন্তরীণ সিস্টেমে অসাবধানতাবশত নির্দিষ্ট ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণের বিষয়ে এক তদন্তের আওতায় এই পদক্ষেপ নিয়েছে কমিশন, যেখানে ব্যবহারকারীর পাসওয়ার্ড সরাসরি টাইপ আকারে সংরক্ষিত ছিল, মানে ওইসব পাসওয়ার্র্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত ছিল না।
ঝুঁকিতে থাকা ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করতে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট ‘মিলিয়নস’ শব্দটি ব্যবহার করেছে, যার মানে সংখ্যাটি ১০ লাখ থেকে কয়েক কোটি পর্যন্ত হতে পারে।