চোখের রেটিনায় ছররা গুলির আঘাতের কি চিকিৎসা সম্ভব?
প্রথম আলো
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৪
রেটিনা চোখের একটি গুরুত্বপূর্ণ পাতলা পর্দার মতো অংশ। ১০টি স্তর দিয়ে তৈরি এই অংশ আলোকে নিউরাল সিগন্যালে রূপান্তরিত করে এবং তাকে মস্তিষ্কে দৃষ্টি হিসেবে ব্যাখ্যা করে। এর কাজ অনেকটা ক্যামেরার ফিল্মের মতো। ছবি ধারণ করে অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পাঠানো।
সাম্প্রতিক সময়ে রেটিনায় রক্তক্ষরণ ও রেটিনাল ডিটাচমেন্ট নিয়ে অনেক রোগীই চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। ছররা গুলির আঘাতে রেটিনাল ডিটাচমেন্টে ভুগছেন, এমন রোগীর সংখ্যাও কম নয়।
বিশেষ কিছু পরীক্ষা, যেমন সিটি স্ক্যান ও বি স্ক্যানের মাধ্যমে গুলির উপস্থিতি ও অবস্থান নির্ণয় করা যায়। সব পরীক্ষা-নিরীক্ষার পর পরিস্থিতি অনুযায়ী চিকিৎসকেরা সিদ্ধান্তে আসেন। যেমন গুলির প্রবেশপথ যদি চোখের সাদা অংশ দিয়ে হয়ে থাকে, তাহলে রেটিনার সার্জারিও একই সঙ্গে করে ফেলা হয়।