You have reached your daily news limit

Please log in to continue


শৌখিন নাটকর্মীদের নিয়েই যুক্তরাষ্ট্রে ‘হাছনজানের রাজা’র বাজিমাত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে মঞ্চস্থ হলো নাটক ‘হাছনজানের রাজা’।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী শৌখিন নাট্যকর্মীদের অভিনয় শনিবার হলভর্তি দর্শকরা দেখেন মুগ্ধ হয়ে।

ভার্জিনিয়াভিত্তিক বাংলাদেশী সাংস্কৃতিক সংগঠন ‘একতারা’ নাটকটি মঞ্চায়ন করে।

এর আগে গত বছরের জুন ও অক্টোবরে ভার্জিনিয়া ও নিউ ইয়র্কে নাটকটির দুটি প্রদর্শনী হয়েছিল। শাকুর মজিদের লেখা এ নাটক নির্দেশনা দিয়েছেন শেখ মওলা মিলন।

নাট্যকার শাকুর মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়াশিংটন ডিসির মর্যাদাপূর্ণ কেনেডি সেন্টারে মূলত আমেরিকার মূলধারার অপেরা, সঙ্গীতানুষ্ঠান নিয়মিত হয়ে থাকে। সেখানে এই নাটকের মঞ্চায়ন অবশ্যই আনন্দের।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন