You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচন দিতে কেন দুই বছর লাগবে, প্রশ্ন দুদুর

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে জাতি এক মাসের মধ্যে ১৬ বছরের জঞ্জাল শেষ করতে পারে, তাড়াতে পারে, তাহলে কেন দুই বছর লাগবে নির্বাচন দিতে? আপনি পরশু ভোট দেন, দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলায় বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র কাঠামো সংস্কার নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় সংসদ আয়োজিত সভায় দুদু বলেন, ‘নীড়টা ছোট কিন্তু আকাশটা অনেক বড়। সরকার ছোট কিন্তু দেশের জনগণ অনেক বড়। এটা যদি সরকার মাথায় নেয় তাহলে সব ঘটনার মীমাংসা তাৎক্ষণিক সম্ভব। যে জাতি এক মাসের মধ্যে ১৬ বছরের জঞ্জাল শেষ করতে পারে, তাড়াতে পারে, তাহলে কেন দুই বছর লাগবে নির্বাচন দিতে? আপনি পরশু ভোট দেন, দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে। কারণ হাসিনা তো দেশে নেই। হাসিনা থাকলে তার পুলিশ থাকবে। হাসিনা থাকলে তার দোসররা থাকে। হাসিনা নেই, খারাপ লোকটাও এখন ভালো হওয়ার চেষ্টা করবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন