দুই বছর পর ঊর্ধ্বমুখী বৈশ্বিক গেমিং পিসির বাজার
মন্দা কাটিয়ে পণ্যের স্টক পুনঃস্থাপনের কারণে আবারো প্রবৃদ্ধি দেখছে গেমিং পিসির বাজার। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বজুড়ে গেমিং পিসি বিক্রি হয়েছে ১ কোটি ৬ লাখ ইউনিট, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেশি। সম্প্রতি বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশলান ডাটা করপোরেশন (আইডিসি) এ তথ্য জানিয়েছে। ২০২২ সালের প্রথম প্রান্তিকের পর এটি প্রথম গেমিং পিসি বিক্রির ইতিবাচক প্রতিবেদন। তাই প্রবৃদ্ধি খুব সামান্য হলেও এ বাজারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রযুক্তিসংশ্লিষ্টরা।
আইডিসির বিশ্বব্যাপী ত্রৈমাসিক গেমিং ট্র্যাকারের তথ্যানুযায়ী, গেমিং পিসির এ প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে টানা পাঁচ প্রান্তিক ধরে বৃদ্ধি পাওয়া গেমিং মনিটরের বাজার। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে এসব মনিটরের বিক্রি পৌঁছেছে ৬৫ লাখ ইউনিটে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। আইডিসি ২০১৬ সালে ট্র্যাকিং শুরু করার পর এটিই সর্বাধিক গেমিং মনিটর বিক্রির সংখ্যা। এ সাফল্যের অন্যতম কারণ কোম্পানিগুলোর প্রচার কৌশল ও নতুন বিক্রেতা। উল্লেখ্য, প্রায় ৯০টি দেশের বাজারের তথ্য নিয়ে আইডিসি প্রতিবেদন তৈরি করেছে।