এই ৫ রকম তেলে হবে চুলের সব সমস্যার সমাধান
ভালো চুলের গোড়ার কথা লুকিয়ে থাকে তেলে। কারোর মতে চুলের জন্য অলিভ অয়েল ভালো, কারোর মতে কাঠবাদামের তেল। কেউ আবার চুলের যাবতীয় সমস্যার জন্য আদি অকৃত্রিম নারকেল তেলের উপরেই ভরসা করেন। দেখতে গেলে কোনো যুক্তিই ফেলে দেওয়ার নয়। প্রতিটি তেলেরই নিজস্ব গুণ রয়েছে। কিন্তু সব ধরনের তেল যদি একসঙ্গে মিশিয়ে ফেলা যায়, তা হলে কী হবে?
অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এবং নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড। কাঠবাদামের তেল ভিটামিন ই সমৃদ্ধ। নিমের তেল অ্যান্টিব্যাক্টেরিয়াল, ছত্রাকনাশক। এই সব ধরনের তেলেরই নিজস্ব গুণাগুণ রয়েছে। কিন্তু প্রতিদিন আলাদা আলাদা সমস্যার জন্য এত ধরনের তেল মাখার সময় থাকে না। তারচেয়ে বরং চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই পাঁচ ধরনের তেল মিশিয়ে বিশেষ এক ধরনের তেল তৈরি করে ফেলাই হতে পারে সমাধান। নিয়মিত ব্যবহার করলে চুলের যাবতীয় সমস্যা নিয়ন্ত্রণে রাখা যাবে সহজেই।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- তেলের ব্যবহার