You have reached your daily news limit

Please log in to continue


বর্ষায় ভেজা জুতা পরে থাকা মানেই স্বাস্থ্যঝুঁকিতে থাকা

বর্ষায় ভেজা জুতা পরে থাকা মানেই স্বাস্থ্যঝুঁকিতে থাকা। আর বর্ষাকালে ভেজা জুতা দীর্ঘক্ষণ পরে থাকলে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন আপনি। এতে আপনার জীবনের ঝুকিঁও বেড়ে যেতে পারে। কারণ বর্ষা চলমান। কিন্তু বর্ষা বলে কি আপনি অফিসে যাবেন না, তা তো হয় না। নাকি অফিস শেষে বাসায় ফিরবেন না কিংবা বিকাল হলে বাইরে বের হবেন না?—কোনোটাই নয়। বর্ষা হোক বা প্রখর রোদ— কাজে যাওয়া বাধ্যতামূলক। সেই সঙ্গে বিকাল হলে একটু বাড়ির বাইরে বের হওয়াও কিন্তু মন ভালো রাখার অনন্য উপায়। আর এতেই হয় বিপত্তি। 

বর্ষাকালে যখন-তখন ঘন কালো মেঘ, আবার কখনো তুমুল বৃষ্টি। ফলে স্বাভাবিকভাবেই জুতা ভেজার একটি সমস্যা থেকেই যায়। বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা ভেজা জুতা। যারাই জুতা পরে ঘর থেকে বের হন, তাদেরই এ সমস্যা। কিন্তু আপনি ভেবে দেখেছেন— এই ভেজা জুতা নিয়ে সারাদিন অফিস বা স্কুল করলে আপনার পায়ের কী দশা হতে পারে? এমনিতেই বর্ষায় যে কোনো সংক্রমণ বৃদ্ধি পায়। ভেজা জুতা পরে থাকলে পায়ে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যেতে পারে। 

তাই এ সমস্যা এড়াতে আজকের প্রতিবেদন। আজ আপনি এমন কিছু স্মার্ট টিপস জানবেন, যা আপনার ভেজা জুতা ৫ মিনিটেই শুকিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন যদি আপনার পা ভেজা জুতায় থাকে, তাহলে তা শুধু আপনার পায়েরই ক্ষতি করে না; বরং আরও অনেক রোগের কারণ হতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন