নীরবে হতে পারে হার্ট অ্যাটাক
প্রথম আলো
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯
হার্টের করোনারি রক্তনালিতে ব্লক বা বাধা তৈরি হলে হার্ট অ্যাটাক হয়। এর প্রধান লক্ষণ, হঠাৎ বুকে ব্যথা। বুকের ঠিক মাঝখানে এ ব্যথাকে মনে হয় কেউ যেন বুক চেপে ধরেছে। অনেক সময় ভারী বা পাথরচাপার মতো মনে হয়। হার্ট অ্যাটাকের ব্যথা বিশ্রামেও কমে না। সময়ের সঙ্গে তীব্রতা বাড়তে থাকে। সঙ্গে শরীর ঘামা, বমি বা বমিভাব হতে পারে।
হার্ট অ্যাটাকের এসব লক্ষণ কমবেশি সবার জানা। প্রশ্ন হলো, বুকে ব্যথা ছাড়া কি হার্ট অ্যাটাক হতে পারে। জবাব, হ্যাঁ। একে বলে নীরব বা সাইলেন্ট হার্ট অ্যাটাক। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যত হার্ট অ্যাটাক হয়, তার ১২ থেকে ২০ শতাংশ পর্যন্তই হতে পারে বুকে কোনো ব্যথা ছাড়াই।
কাদের বেশি হয়
- বয়স্ক ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন। কারণ, তাঁদের শারীরিক অনেক লক্ষণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় না এবং তাঁরা বর্ণনা করতে পারেন না।
- যাঁরা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের স্নায়ুজনিত জটিলতা হতে পারে। তখন অনেকের ব্যথার অনুভূতি কমে নীরব হার্ট অ্যাটাক বেশি হয়।
- কিছু গবেষণা বলছে, নারীদের নীরব হার্ট অ্যাটাক বেশি হয়।
- নিয়মিত ব্যথানাশক ওষুধ বা স্টেরয়েড ব্যবহারে হার্ট অ্যাটাকের বুকব্যথা ঢাকা পড়তে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হার্ট অ্যাটাক