গাড়িতে মরিচা ধরা রোধ করবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৯

বিভিন্ন কারণে গাড়িতে জং বা মরিচা ধরতে পারে। গাড়িতে জং ধরার সমস্যা খুবই সাধারণ। যদিও এতে গাড়ির রঙের পাশাপাশি গাড়ির নানা ধাতব অংশও নষ্ট হয়ে যেতে পারে। ভারতের মতো দেশে যেখানে জলীয় বাষ্পের সমস্যা সারা বছরই লেগে থাকে, সেখানে গাড়িতে জং ধরা খুবই সাধারণ।


সাধারণত লোহা এবং অক্সিজেন জলের সংস্পর্শে আসে তখন রাসায়নিক বিক্রিয়ার দরুন জংয়ের সমস্যা হয়। এটি ধাতুর ওপরের অংশ বাদামি রঙের একটি আস্তরণ। যেহেতু বেশিরভাগ সময় গাড়ি বৃষ্টি, রোদ, ধুলোবালির সংস্পর্শে আসে তাই গাড়িতে জং ধরা ঠেকানো প্রায় অসম্ভব বললেই হয়।


তবে কিছু সতর্কতা মানলে সহজেই আপনার শখের গাড়িটিকে মরিচা পড়া থেকে বাঁচাতে পারবেন। দেখে নিন সেগুলো-


নিয়মিত ধোয়া এবং শুকানো
গাড়িটি নিয়মিত পরিষ্কার করুন। বিশেষ করে নোনা পানি বা মাটির সংস্পর্শে আসলে গাড়ি সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও