You have reached your daily news limit

Please log in to continue


সঙ্গী আপনার প্রতি আর আগ্রহী নয়, বুঝবেন যেভাবে

আপনার কি কখনও মনে হয় যে আপনাদের সম্পর্ক আগের মতো নেই? আপনি ঠিক করার চেষ্টা করেছেন কিন্তু কিছুই কাজ করছে না? এআপনি যাই করুন না কেন, অপর প্রান্ত থেকে সাড়া আসে না হয়তো। আপনার হয়তো মনে হতে পারে যে আপনি তার উপযুক্ত নন। এরকম অবস্থায় আপনি হয়তো সময়ের হাতে সবকিছু ছেড়ে বসে আছেন এবং সবকিছু ঠিক হওয়ার আশা করছেন। কিন্তু সঙ্গী যদি আপনার প্রতি আর আগ্রহী না থাকে, তাহলে বুঝবেন কীভাবে? চলুন জেনে নেওয়ায যাক-

১. দূরে সরে যাওয়া

আপনার সঙ্গী কি ইদানীং দূরে সরে গেছে? সে ভিন্নভাবে আচরণ করছে, আপনার প্রতি আগের মতো মনোযোগ দিচ্ছে না; আপনি অভিমান করে কথা না বললেও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। আপনি রাগ করলে তা ভাঙানোর কোনো প্রচেষ্টা থাকে না। এসব কিন্তু স্পষ্ট লক্ষণ যে আপনার সঙ্গী আপনার প্রতি আর আগ্রহী নয়।

২. কথা বলা কিংবা ঝগড়া এড়িয়ে চলা

যদি আপনার সঙ্গী দ্বন্দ্ব এবং কথা বলা এড়িয়ে চলে, যদি সে সবকিছুতেই উদাসীন থাকে তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে তারা আপনার প্রতি আগ্রহী নয়। বারবার কথা বলা এড়িয়ে যাওয়া এবং সমস্যা সমাধানের চেষ্টা না করা একটি সম্পর্কের শেষ হতে চলার লক্ষণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন