মেকআপের আগে ত্বকে মাখুন ৩ ফেসপ্যাক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৬

নিয়মিত মেকআপ করলে এমনিতেই ত্বক রুক্ষ্ম হয়ে যায়। কারণ বিভিন্ন প্রসাধনীতে থাকে কেমিক্যাল। এর প্রভাবে ত্বক জেল্লা হারায়। তাই ত্বকের ক্ষতি পুষিয়ে নিতে ও উজ্জ্বলতা বাড়াতে মেকআপের আগে মাখুন ৩ ফেসপ্যাক।


এই ফেস প্যাকগুলো মুখের খসখসে ভাব আর চামড়া ওঠা দূর করবে আবার মেকআপটাও ত্বকে খুব সুন্দরভাবে সেট করতে সাহায্য করবে। চলুন তবে জেনে নেওয়া যাক তেমনই ৩ ফেসপ্যাক সম্পর্কে-


সবজির ফেস প্যাক
ফলের পাশাপাশি সবজির ফেস প্যাকও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি তৈরি করতে টমেটো ও শসা ব্লেন্ড করে ছেঁকে রস আলাদা করে নিন। এই রসের সঙ্গে বেসন মিশিয়ে পেস্টের মতো মিশ্রণ তৈরি করুন।



ফলের ফেস প্যাক
ফলের ফেস প্যাক ত্বকের জন্য অনেক উপকারী। এটি তৈরি করতে প্রধমে কমলার খোসা বেটে বা কড়া রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। পাকা কলা অথবা পাকা পেঁপে চটকে মিহি করে নিন।


ডিম ও দুধের ফেসপ্যাক
ডিম ও দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন বিশেষ এক ফেসপ্যাক। এজন্য প্রথমে ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। এর সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে নিন। এরপর কাঁচা হলুদ বাটা ও মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকের শুষ্কতা ও রুক্ষতা দূর করতে এই ফেসপ্যাক সাহায্য করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও