বস্ত্র খাতের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে ভারত, ছয় বছরে দ্বিগুণ হবে শিল্প

প্রথম আলো প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৫

বস্ত্রশিল্পের জন্য একটি রোডম্যাপ বা পথনকশা তৈরি করেছে ভারতের কর্তৃপক্ষ। দেশটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এটিকে ৩৫ হাজার কোটি ডলারের শিল্পে উন্নীত করা। এ ছাড়া এ সময়ের মধ্যে বস্ত্রশিল্পে সাড়ে চার কোটি থেকে ছয় কোটি কর্মসংস্থান তৈরি করাও ভারত সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং।


ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের বস্ত্রশিল্পের বর্তমান আকার ১৬ হাজার ৪০০ কোটি ডলার। অর্থাৎ সরকারের লক্ষ্য আগামী ছয় বছরের মধ্যেই বস্ত্রশিল্পের আকার দ্বিগুণেরও বেশি বড় করা। এ সময়ের মধ্যে ভারত বস্ত্র ও পোশাক খাতের রপ্তানি ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারে উন্নীত করতে চায়।


এ ছাড়া বস্ত্রপণ্য রপ্তানি করে দেশটি ২০৪৭ সাল নাগাদ ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি ডলার আয় করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও