টি-টোয়েন্টিতে রান ও ছক্কার জোড়া রেকর্ড পুরানের

যুগান্তর প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২০

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রান ও ছক্কার রেকর্ড নতুন করে লিখেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। রানের দিক দিয়ে মোহাম্মদ রিজওয়ান আর ছক্কার হিসাবে ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন তিনি।


২০২১ সালে টি-টোয়েন্টিতে ২ হাজার ৩৬ রান করেছিলেন রিজওয়ান। ৪৫ ইনিংসে ব্যাট করে একটি সেঞ্চুরি ও ১৮টি ফিফটি তুলে নেন তিনি। রিজওয়ানের এই রেকর্ড ভাঙতে ২০ ইনিংস বেশি খেলতে হয়েছে পুরানকে।


চলতি বছরে ৬৫ ইনিংসে ব্যাটিং করে ২ হাজার ৫৯ রান তুলে ফেলেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। কোনো সেঞ্চুরি না পেলেও পঞ্চাশোর্ধ্ব ইনিংস আছে ১৪টি।


এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ১৩৫ ছক্কার রেকর্ড ছিল ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের দখলে। ২০১৫ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি। গেইলের এই রেকর্ড অনেক আগেই ছাড়িয়ে গেছেন পুরান। চলতি বছরে এখন পর্যন্ত ১৩৯টি চারের সঙ্গে ১৫২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও