সোনার দাম যত বাড়ছে, বেচাবিক্রি তত কমছে
প্রথম আলো
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪
দেশের বাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। কতটা বেড়েছে, তার উদাহরণ শুরুতেই দেওয়া যাক। গত বছরের শুরুতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা। গত ২১ মাসে দাম বেড়েছে ৫০ হাজার ২৯৫ টাকা। এর মধ্যে শুধু চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ভরিতে বেড়েছে ২৭ হাজার ৬৬৭ টাকা।
রাজনৈতিক পটপরিবর্তনের পাশাপাশি সোনার দামও পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকায় জুয়েলারি ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। সোনার অলংকার এখন সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মুদ্রার উল্টো পিঠ হচ্ছে, দাম বেড়ে যাওয়ায় পুরোনো সোনা কিংবা অলংকারের সম্পদমূল্য বেড়েছে। ফলে যাঁদের সিন্দুকে গচ্ছিত পুরোনো অলংকার রয়েছে, তাঁরা দাম কতটুকু বাড়ল সেই হিসাব কষছেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সোনার দাম