মুহুর্মুহু ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ কি বেঁচে আছেন

প্রথম আলো প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯

লেবাননে নতুন করে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ব্যাপক হামলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের রাজধানী বৈরুতে। জানা গেছে, বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স বলছে, আজ শনিবার ২০টির বেশি পৃথক বিমান হামলার কথা জানা গেছে। একের পর এক হামলায় লোকজন ঘরবাড়ি ছেড়ে পার্ক, ফুটপাত কিংবা বৈরুতের সৈকতে বেরিয়ে আসেন।


গতকাল শুক্রবারও বৈরুতের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলায় হাসান নাসরুল্লাহর ভাগ্যে কী ঘটেছে, সেটা নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কোনো বিবৃতি দেয়নি। তবে হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে, তাঁর (নাসরুল্লাহ) নাগাল পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও