কিছু সাংবিধানিক প্রশ্ন

যুগান্তর সুধীর সাহা প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩

সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা দুটোই প্রয়োজন-তবে প্রয়োগের আগে জানতে হয়, কোথায় কোনটা প্রয়োগ করা উচিত। সেখানেই সংশ্লিষ্ট সংস্থা লাভ করে বিশ্বাসযোগ্যতা। নিরপেক্ষতার পূর্বশর্ত এ বিশ্বাসযোগ্যতা। তদন্তকারী সংস্থা কিংবা আদালত-সবাইকেই জনগণের বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের অভ্যাস গড়ে তুলতে হয়।


আর এ সংস্থাগুলোকে নিরপেক্ষভাবে স্থির করতে হয়-কোথায় তারা সক্রিয়তা দেখাবে, আর কোথায় নিষ্ক্রিয়তা! রাজনৈতিক সরকার তার কাজে রাজনৈতিক হিসাব-নিকাশ করতেই পারে; কিন্তু রাষ্ট্রীয় সংস্থাগুলো শুধু ন্যায়বিচারের মানদণ্ড খুঁজবে, রাজনীতি করবে না। রাজনৈতিক সরকার সময়ের সঙ্গে বদলে যাবে; কিন্তু প্রতিষ্ঠানগুলো পাকাপাকি থাকবে। এমন একটি রাষ্ট্রব্যবস্থার আশায়ই হয়েছে ছাত্র গণআন্দোলন এবং গণঅভ্যুত্থান। এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও