You have reached your daily news limit

Please log in to continue


২০০ বছর আগের পুরনো বার্তা মিলল কাচের বোতলে

প্রত্নতাত্ত্বিক সাইটে কাজ করতে গিয়ে একটি ২০০ বছর আগের পুরনো কাচের বোতল খোঁজে পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা। যেখানে একটি বার্তাও ছিল। ফ্রান্সের গৌলিশ শহরে ধ্বংসাবশেষ খনন করার সময় এই বার্তা বহনকারী বোতলটি পাওয়া যায়।

বিসিবি জানিয়েছে, একটি মাটির পাত্রের খেতরে লুকানো অবস্থায় একটি ছোট কাঁচের বোতল পাওয়া যায়। যা ২০০ বছর ধরে লুকানো অবস্থায় ছিল। এই বোতলটি একই স্থানে কাজ করা পূর্ববর্তী প্রত্নতাত্ত্বিকদের কাছ থেকে একটি নোট বহন করেছিল। বোতলটি খুলতে ইউরোপীয় ইউনিয়নের আঞ্চলিক প্রত্নতত্ত্ব পরিষেবার প্রধান গুইলাম ব্লন্ডেলকে ডাকা হয়। তিনি বোতল খুলে চিরকুট বের করেন।

চিরকুটে লেখা ছিল, ‘পিজে ফেরেট, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন বুদ্ধিজীবী সমিতির সদস্য, ১৮২৫ সালের জানুয়ারিতে এখানে খননকাজ চালিয়েছিলেন। তিনি এই বিস্তীর্ণ অঞ্চলে তার তদন্ত চালিয়ে যাচ্ছেন যা সাইট ডি লাইমস বা সিজার ক্যাম্প নামে পরিচিত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন