অভিজ্ঞতার সনদ পেতে তিন মাসের বেতন ফেরতের শর্ত
কর্মস্থলে প্রচণ্ড কাজের চাপ। অসুস্থ হয়েও ছুটি পাচ্ছিলেন না এক কর্মী। বাধ্য হয়ে পদত্যাগপত্র দেন। কিন্তু তাতেও বাদ সাধে প্রতিষ্ঠান। একপর্যায়ে শারীরিক জটিলতার কারণে ওই কর্মী আর পেরে উঠছিলেন না। দ্বিতীয় দফায় পদত্যাগপত্র দেন। এবারও ব্যর্থ হন। পদত্যাগপত্র গ্রহণ না করে উল্টো তাঁকে বরখাস্তই করে বসে প্রতিষ্ঠান।
অঘটন এখানেই থেমে থাকেনি। ওই কর্মী তাঁর সাবেক প্রতিষ্ঠানের কাছে অভিজ্ঞতা সনদ চাইতে যান। তখন তাঁকে দেওয়া হয় অদ্ভুত এক শর্ত। ফেরত চাওয়া হয় তিন মাসের বেতন।
সম্প্রতি ওই কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ তাঁর এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ভারতের চেন্নাইয়ে নতুন চাকরি খুঁজে পেতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতাও চেয়েছেন তিনি। তাঁর প্রকৃত নাম-পরিচয় জানা যায়নি। তবে রেডিটে তিনি ‘র্যান্ডি৩১৫৯৯’ নামে একটি অ্যাকাউন্ট চালান।

- ট্যাগ:
- জটিল
- সনদ
- অভিজ্ঞতা
- বেতন কর্তন