বছরে খরচ ২০ কোটি টাকা, দুই পান্ডাকে চীনে ফেরত পাঠাচ্ছে চিড়িয়াখানা

www.ajkerpatrika.com ফিনল্যান্ড প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩১

হাতি পালা যে বিশাল খরচের ব্যাপার, এটা বাংলা প্রবাদ জানা না থাকলেও যে কেউ বুঝতে পারবেন। তবে এখন দেখা যাচ্ছে, পান্ডা পালার খরচ তার চয়ে ঢের বেশি। এর প্রমাণ, রক্ষণাবেক্ষণের খরচ চালাতে না পেরে আগামী নভেম্বরে দুটি পান্ডাকে চীনে ফেরত পাঠিয়ে দিচ্ছে ফিনল্যান্ডের এক চিড়িয়াখানা। 


চুক্তির সময়সীমা শেষের আট বছর আগেই পান্ডা দুটি ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে ফিনল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার চিড়িয়াখানাটির পরিচালনা পর্ষদের প্রধান এ তথ্য নিশ্চিত করেন সংবাদ সংস্থা রয়টার্সকে। 


লুমি ও পিরি নামের পান্ডা দুটি ফিনল্যান্ডে আনা হয় ২০১৮ সালের জানুয়ারিতে। এর কয়েক মাস আগেই চীনা প্রেসিডেন্ট সি চিনপিং নরডিক দেশটি ভ্রমণের সময় প্রাণী সুরক্ষায় একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও