বৃষ্টিতে দিনের বাকি খেলা পরিত্যক্ত
কানপুর টেস্টের প্রথম দিনেই আঘাত হানে বৃষ্টি। লাঞ্চের পর নয় ওভার খেলা হতেই মুষলধারে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। কভার দিয়ে ঢেকে ফেলা হয়েছে প্রায় পুরো মাঠ। এরপর আর বৃষ্টি না থামলে দিনের বাকি খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
শুক্রবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ১৭ এবং মুশফিকুর রহিম ৬ রানে ব্যাটিং করছেন। দলীয় ৮০ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ২৭ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার।
লাঞ্চের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুলের জুটিতে ভালোই লড়াইয়ের আভাস দিচ্ছিল বাংলাদেশ। তবে লাঞ্চের ভাঙে ৫১ রানের এই জুটি। রবিচন্দ্রন অশ্বিনের অফ স্টাম্পে রাখা বলে ডিফেন্ড করতে গিয়ে লাইন মিস করেন বাংলাদেশ অধিনায়ক। বল প্যাডে লাগতেই জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন শান্ত। তবে লাভ হয়নি। ভাঙে ১ রানের জুটি। ৫৭ বলে ৩১ রান করেন টাইগার অধিনায়ক।
- ট্যাগ:
- খেলা
- বৃষ্টি
- টেস্ট সিরিজ
- পরিত্যাক্ত ঘোষণা