You have reached your daily news limit

Please log in to continue


‘ঐক্যবদ্ধ’ গণফোরামের জাতীয় সম্মেলন ৩০ নভেম্বর

দলে ভাঙনের চার বছরের মাথায় ফের ঐক্যের ঘোষণা দেওয়ার পর জাতীয় সম্মেলনের ডাক দিয়েছে গণফোরাম।

নতুন নেতৃত্ব নির্বাচনে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই সম্মেলন হবে আগামী ৩০ নভেম্বর।

শুক্রবার বিকালে দলটির পক্ষে মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গণফোরাম জানিয়েছে, সকাল সাড়ে ১০টায় এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় কো-চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন ও সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন