You have reached your daily news limit

Please log in to continue


ফেনীতে আওয়ামী ‘গডফাদার’ নিজাম হাজারীর ‘ঘাটলার শাসন’

ফেনী শহরের মাস্টারপাড়ার লমি হাজারী বাড়ির সামনের পুকুরের ঘাটকে স্থানীয় লোকজন ‘ঘাটলা’ বলেন। ওই ঘাটলায় বসেই ১৩ বছর ফেনী ‘শাসন’ করেছিলেন ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

নিজ বাড়ির সামনে পুকুরঘাটে টেবিল নিয়ে বসে তিনি ঠিকাদারি কাজ বণ্টন থেকে শুরু করে বিভিন্ন খাতের চাঁদাবাজির হিসাব, দলীয় ও স্থানীয় বিবাদ মীমাংসাসহ নানা কার্যক্রম পরিচালনা করতেন। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণি–পেশার মানুষ ঘাটলার সামনে অপেক্ষায় থাকতেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে নিজাম হাজারীর ‘ঘাটলার শাসনের’ অবসান হয়। নিজাম হাজারী ও তাঁর অনুসারীরা ফেনী ছেড়ে পালিয়েছেন। এরপর থেকে নিজামের পৈতৃক বাড়ি লমি হাজারীর বাড়ির ওই ঘাটলায় সুনসান নীরবতা। তবে তাঁর ক্যাডার বাহিনীর সদস্যরা ধরা না পড়ায় এখনো এলাকার মানুষ নিজামের অপকর্মের বিষয়ে মুখ খুলতে ভয় পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন