প্রকৃতির মাঝে স্বস্তির খোঁজে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮

ইট-পাথরের শহর মানেই নিত্যদিনের কোলাহল, যানজট, বায়ুদূষণ ও শব্দদূষণের খেলা। শহরের এই চিত্র বাদ দিলে সারা দেশেই দেখা মিলবে বিস্তৃত সবুজ বন, সাগর, নদী, সমতল এবং পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য। সবুজ প্রকৃতির পার্বত্য অঞ্চল ও তার নিজস্ব সংস্কৃতি, বিশ্বের অন্যতম বড় ম্যানগ্রোভ বন, কক্সবাজারের দীর্ঘতম বালুকাময় সমুদ্রসৈকত, সিলেট অঞ্চলের চা-বাগান, জল-পাথর এবং সবুজ অরণ্য শুধু দেশীয় নয়, বিদেশিদেরও টেনে আনে।  


এ ছাড়া সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, সিলেট, কিশোরগঞ্জসহ হাওর অঞ্চলের বিস্তীর্ণ জলরাশির ভুবন ভোলানো মায়া এড়ানোর সাধ্য কার? কর্মময় জীবনের চাপে হাঁপিয়ে উঠলে একটু খোলা হাওয়ায় নিশ্বাস নিতে কমবেশি সবারই নিয়মিত বিরতিতে চেষ্টা থাকে নির্জন, ছায়া সুনিবিড় মনোমুগ্ধকর পরিবেশে কদিন কাটিয়ে আসার।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও