পায়ে কেন সোনার গহনা পরে না, জেনে নিন আসল কারণ
পায়ে সাধারণত সোনার গহনা পরা হয় না। এর আসল কারণ আমরা অনেকেই জানি না। হ্যাঁ, আমরা বাড়িতে সোনা রাখি। বাড়িতে সোনা রাখা শুভ বলেও অনেকেই মনে করেন। যে কোনো শুভ অনুষ্ঠানে সোনার গহনা পরার কথা বলেন বাড়ির মুরব্বিরাও।
কথায় আছে— সোনার চুড়ি বাঁকাও ভালো। এমনতেই দামি অলঙ্কার সোনা। সোনালি এই ধাতুর প্রতি মানুষের আগ্রহ কম নয়। আবার বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান— সোনার গহনা পরে সাজতে কে না ভালোবাসে। তাছাড়া চুড়ি, হার, নেকলেস, আংটি, বোতাম, বাউটি, চেন, নোলক, টিকলি, দুল আরও কত রকম না গহনা রয়েছে।
আবার দৈনন্দিন জীবনেও রয়েছে সোনা পরার চল। বিশেষ করে বিবাহিত নারীরা বাড়িতে সবসময় সোনার গহনা পরে থাকেন, বিশেষ করে বাড়ির মুরব্বি— মা-চাচি-দাদিরা ।
সে হার, দুল, চুড়ি বা আংটি যাই হোক না কেন! সব জায়গায় পরার জন্য সোনার গহনা থাকলেও পায়ে কিন্তু কেউ সোনার গহনা পরে না। পায়ে রুপার মল বা আংগট পরার চল রয়েছে। তবু সোনার গহনা পরতে দেখা যায় না। এর কারণ কী, আমরা অনেকেই তা জানি না।
- ট্যাগ:
- জটিল
- সোনার গহনা