বছরে ১০ হাজার কোটি টাকার ব্যবসা করে দেশি ফ্যাশনশিল্প
এক নজরে দেশী পোশাকের বাজার
দেশি ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন এফইএবি—ফ্যাশন উদ্যোগ ২০১৮ সালে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের তথ্যমতে— ১৯৭৩ থেকে ২০১৮—এই ৪৫ বছরে দেশি ফ্যাশন হাউসের সংখ্যা ৫ হাজারের বেশি।
ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হাউসের সংখ্যা প্রায় ১০০।
২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশি ফ্যাশন হাউসের শাখার সংখ্যা বেড়েছে ৫ গুণ।
বর্তমান দেশি পোশাকশিল্পে বার্ষিক ব্যবসা কমবেশি ১০ হাজার কোটি টাকা।
বাংলাদেশে ফ্যাশন হাউসের শুরুটা উৎসব ও দিবসভিত্তিক পোশাক তৈরির মাধ্যমে। এমনকি এখন পর্যন্ত আমাদের দেশে ফ্যাশন হাউস বলতে এতিহ্যবাহী উদ্যোগগুলোকে বোঝায়। এক দশক আগেও এর বাইরে যাঁরা তৈরি পোশাক নিয়ে কাজ করেছেন, তাঁদের খুব বেশি আমলে নেওয়া হতো না। কিন্তু এই এক দশকে দেশীয় ফ্যাশনশিল্পে ঘটে গেছে বেশ বড় এক পরিবর্তন। ঐতিহ্যবাহী ফ্যাশন হাউসগুলোর পাশাপাশি তৈরি পোশাকের ‘রেডি-টু-ওয়্যার’ ব্র্যান্ডগুলো বেশ জোরালোভাবে তাদের অবস্থান জানান দিয়েছে। এর পেছনে কারণও অনেক। বড় ভূমিকা পালন করেছে
দেশের আর্থসামাজিক অবস্থা ও বৈশ্বিক নানা পটপরিবর্তন। তবে একটু নজর দেওয়া প্রয়োজন পোশাক–আশাকনির্ভর দেশি ফ্যাশনশিল্পের গোড়াপত্তনের দিকে।
- ট্যাগ:
- লাইফ
- দেশীয় পণ্য
- ফ্যাশন হাউজ