প্রথমবারের মতো তাইওয়ান প্রণালিতে প্রবেশ করল জাপানি যুদ্ধজাহাজ
তাইওয়ান প্রণালিতে প্রবেশ করেছে জাপানের একটি যুদ্ধজাহাজ। দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার প্রথমবারের মতো প্রণালিটিকে জাপানের কোনো যুদ্ধজাহাজ প্রবেশ করে। আন্তর্জাতিক জলসীমায় নিজেদের জাহাজের চলাচলের অধিকারের ওপর জোর দিতেই এমন পদক্ষেপ নিয়েছে টোকিও।
বুধবারেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সামরিক নৌযানও তাইওয়ান প্রণালিতে প্রবেশ করে। তাইওয়ান প্রণালি ১৮০ কিলোমিটার দীর্ঘ। আন্তর্জাতিক জলসীমা হিসেবে এই প্রণালির অবস্থান শক্ত করতে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা সেখানে প্রবেশের পরিমাণ বাড়িয়েছে।
তবে পশ্চিমাদের এমন পদক্ষেপে ক্ষুব্ধ চীন। কারণ, তাইওয়ানকে তারা নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। চীন ও তাইওয়ানকে আলাদা করা প্রণালিও নিজেদের ভূখণ্ডের আওতাধীন বলে দাবি করে আসছে বেইজিং।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুদ্ধজাহাজ
- জলসীমা