You have reached your daily news limit

Please log in to continue


সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়েও পরামর্শ দেবে টাস্কফোর্স

অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি ড. কে এ এস মুর্শিদ বলেছেন, আমরা স্বল্প মেয়াদে সরকারকে পরিকল্পনা দেব যাতে আগামী এক বা দুই বছরের মধ্যে একটা ফলাফল দেখা যায়। আমাদের পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তন কিংবা রিপ্লেস করা নয়। এটা স্বতন্ত্র পরিকল্পনা হবে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়েও আমরা পরামর্শ দেব। 

রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা সম্মেলন কক্ষে আজ (বৃহস্পতিবার) টাস্কফোর্সের প্রথম বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠক শেষে একই স্থানে সাংবাদিকদের ব্রিফ করা হয়। 

টাস্কফোর্সের প্রথম বৈঠকে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া টাস্কফোর্সের সদস্য সচিব সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সচিব) ড. কাউসার আহমদ, টাস্কফোর্সের সদস্য ড. ফাহমিদা খাতুন, ড. সেলিম রায়হান, ড. মঞ্জুর হোসেন, ড.আব্দুর রাজ্জাক, ড.শামসুল আলম, ড.রুমানা হক, নাসিম মঞ্জুর এবং ফাহিম মাশরুরসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন