চান্ডিমালের সেঞ্চুরির দিনে কামিন্দুর বিশ্ব রেকর্ড
প্রথম আলো
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৬
দিনেশ চান্ডিমাল খেলেছেন ১১৬ রানের ইনিংস, ক্যারিয়ারের ১৬তম আর গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ষষ্ঠ। তবে নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বড় কীর্তিটা গড়েছেন কামিন্দু মেন্ডিস। ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান অভিষেকের পর টেস্টে সবচেয়ে বেশি টানা পঞ্চাশোর্ধ ইনিংস খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন। পেছনে ফেলেছেন পাকিস্তানের সৌদ শাকিলকে।
পাঁচে ব্যাট করা কামিন্দু গল টেস্টের প্রথম দিনে মাঠ ছেড়েছেন ৫১ রানে অপরাজিত থেকে। এ নিয়ে অভিষেক থেকে শুরু করে টানা আট টেস্টেই ফিফটি প্লাস ইনিংস খেললেন বাঁহাতি ব্যাটসম্যান। টানা সাত টেস্টে পঞ্চাশোর্ধ ইনিংস ছিল শাকিলের। আর সুনীল গাভাস্কারসহ ৪ জনের আছে প্রথম ছয় টেস্টে ফিফটি প্লাস ইনিংস খেলার কীর্তি।