![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-09-26%252Fgs5egf34%252Fsantosh.webp%3Frect%3D73%252C0%252C1182%252C788%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
অস্কার–দৌড়ে আছে এই বাঙালি অভিনেত্রীর সিনেমাও
প্রথম আলো
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৪
কিছুদিন আগেই কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’কে ভারত থেকে অস্কারে মনোনীত করেছে। যা নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই জানা গেল, নতুন খবর। অস্কার–দৌড়ে আছে আরও একটি হিন্দি সিনেমা। আর সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এক বাঙালি অভিনেত্রী! খবর সংবাদ প্রতিদিনের
সন্ধ্যা সুরি পরিচালিত সিনেমা ‘সন্তোষ’ চলতি বছরের ২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর প্রশংসিত হয়। ৯৮ মিনিটের ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে যুক্তরাজ্য, ভারত, জার্মানি ও ফ্রান্সের যৌথ প্রযোজনায়।