আপনিও কি হাঁটুব্যথায় ভুগছেন?
আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অস্থিসন্ধি হলো হাঁটু, যা শুধু আমাদের শরীরের ওজনই বহন করে না, স্বাভাবিকভাবে হাঁটতে, সোজা হয়ে দাঁড়াতে, দৌড়াতে, এমনকি বসতেও সাহায্য করে। নাবালক থেকে বৃদ্ধ—সব বয়সেই যে কারও হাঁটুব্যথা হতে পারে। হাঁটুর ব্যথা কোনোভাবেই অবহেলার বিষয় নয়। এর সঠিক চিকিৎসার অভাবে চলাফেরায় দীর্ঘমেয়াদি বা স্থায়ী অক্ষমতা দেখা দিতে পারে, যা পরে বিভিন্ন সমস্যা তৈরি করে। তা ছাড়া হাঁটুব্যথা হলে আমাদের দৈনন্দিন কাজ ক্ষতিগ্রস্ত হয়।
হাঁটুব্যথার কারণ
হাঁটুর হাড়, তরুণাস্থিসহ বিভিন্ন গাঠনিক পরিবর্তন।
বাতের ব্যথা।
হাঁটুর পেশি ও লিগামেন্টে হঠাৎ করে টান বা চাপ খেলে বা লিগামেন্ট ছিঁড়ে গেলে অথবা আঘাতপ্রাপ্ত হলে।
জীবাণুর সংক্রমণ।
ক্রিস্টাল বা স্ফটিক জাতীয় পদার্থের অস্বাভাবিক উপস্থিতি ও তার প্রভাব।
কোমরের সমস্যাজনিত ব্যথা হাঁটুতে ধীরে ধীরে ছড়িয়ে পড়লে।
সঠিক দেহভঙ্গির অভাবে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ।
টিউবারকিউলোসিস, হিমোফিলিয়া, ক্যানসার ইত্যাদি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাঁটু ব্যথা