মাছ ধরাই শুধু জামালের শখ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪১

জামাল হোসেইন বেড়ে উঠেছেন শহুরে পরিবেশে। তবে শৈশবের দুরন্তপনায় কোনো কমতি ছিল না। বর্তমানে ৫৩ বছর বয়সী হলেও তার মন প্রায়ই ফিরে যায় কৈশোরের সেই দিনগুলোতে। যখন পাড়ার বন্ধুদের সঙ্গে পুকুরপাড়ে ঘুরে বেড়ানো আর মাছ ধরার আনন্দে মেতে থাকতেন। শহরের ব্যস্ততার মাঝেও তিনি মাঝে মাঝে ফিরে যান সেই স্মৃতিতে। মহাখালীর টিবি গেটের ভেতরের ছোট্ট পুকুরটি যেন এখনো তার সেই পুরোনো শখ মেটানোর একমাত্র অবলম্বন।


মহাখালীর মতো ব্যস্ত এলাকায় এমন একটি পুকুরের সান্নিধ্য পাওয়াটা যেন প্রকৃতির এক শান্ত কোণ খুঁজে পাওয়ার মতো। তবে এই পুকুরটি জামালের জন্য অত্যন্ত মূল্যবান। সময় পেলেই তিনি মাছ ধরার সরঞ্জাম নিয়ে পুকুরপাড়ে এসে বসে পড়েন। মাছ ধরা তার অন্যতম বড় শখ। শৈশবে পুকুরের ধারে বসে অপেক্ষা করার সময়ের উত্তেজনা, ধৈর্য ধরে অপেক্ষা করা সবকিছু তার কাছে আজও একই রকম রোমাঞ্চকর মনে হয়। এখনো তিনি ছিপ ফেলে অপেক্ষা করেন কিন্তু মাছ ধরার চেয়ে তার কাছে পুরো প্রক্রিয়াটাই বেশি উপভোগ্য। মাছ না পেলেও তিনি তাতে কোনো আপত্তি দেখেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও