সমাজসেবায় আন্দোলনের নেপথ্যে সচিব!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯
সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পাঁচ দফা দাবিতে গত ১৪ আগস্ট থেকে আন্দোলন করছেন। আন্দোলন থামাতে সরকার সচেষ্ট হলেও তাতে খোদ সমাজ কল্যাণ সচিব খায়রুল আলম সেখ ঘি ঢালছেন বলে অভিযোগ। দুই দফায় উপদেষ্টা কথা বলতে গেলেও সরাসরি কথা বলার পরিবেশ তৈরি করতে দেননি। বরং নিজের অনুসারীদের দিয়ে বিশৃঙ্খলা করে পরিস্থিতি ভিন্নখাতে নিয়েছেন। এখনো পরিস্থিতি উত্তপ্ত করতে সচেষ্ট আওয়ামী সরকারের আশীর্বাদপুষ্ট ওই সচিব।
অনুসন্ধানে জানা যায়, সচিব চান এই আন্দোলন জিইয়ে থাকুক বা আরও বড় আকার ধারণ করুক। তাতে উপদেষ্টাকে চাপে রেখে মন্ত্রণালয়ে নিজের দাপট ধরে রাখতে পারবেন। কারণ উপদেষ্টা নতুন হওয়ায় মন্ত্রণালয় সম্পর্কে তেমন জানেন না। সচিব যা বলেন সে অনুযায়ী কাজ করেন। এতে আওয়ামী লীগ সরকারের আমলের মতো যথারীতি পদায়ন ও বদলিতেও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পথ মসৃণ হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সমাজসেবা
- সচিব
- সমাজসেবা অধিদপ্তর