ভিডিও তৈরির নতুন এআই মডেল আনছে চীনের বাইটড্যান্স

প্রথম আলো প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৭

ভিডিও তৈরির জন্য ওপেন এআইয়ের আলোচিত প্রোগ্রাম ‘সোরা’র সঙ্গে পাল্লা দিয়ে টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স নতুন ভিডিও মডেল আনার ঘোষণা দিয়েছে। আগামী মাস থেকে দুটি নতুন ভিডিও-জেনারেশন এআই মডেল ব্যবহার করা যাবে। ধারণা করা হচ্ছে, ওপেন এআইয়ের সোরার সঙ্গে পাল্লা দিতে এই মডেলে নতুন কিছু চমক রাখবে বাইটড্যান্স। নতুন ডুওবাও-পিক্সেলড্যান্স ও ডুওবাও-সিউইড নামের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আগামী মাস থেকে ভিডিও নির্মাণের জন্য ব্যবহার করা যাবে।


কয়েক মাস ধরেই বাইটড্যান্সের নতুন ভিডিও-জেনারেশন মডেলের আলাপ শোনা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজেদের উপস্থিতি বাড়াতে বেশ জোরালোভাবে নামছে প্রতিষ্ঠানটিতে। বাইটড্যান্সের ক্লাউড ইউনিটের প্রেসিডেন্ট তান দাই বলেন, নতুন ডুওবাও-পিক্সেলড্যান্স ও ডুওবাও-সিউইড মডেল ডুওবাও এআই মডেলের অংশ। বাইটড্যান্স গত বছর ডুওবাও চ্যাটবট চালু করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও