You have reached your daily news limit

Please log in to continue


আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে বিপুল সংখ্যক আইফোন ব্যবহারকারী। এ বিষয়ে সম্প্রতি সতর্কবার্তা দিয়েছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)। বহু প্রতীক্ষিত আইফোন ১৬ সিরিজের বিক্রি ভারতে শুরু হওয়ার একদিন পরই এসেছে এই সতর্কবার্তা। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত সম্ভব আইফোনের সফটওয়্যার আপডেট করুন। না হলে হ্যাক হতে পারে ডিভাইস।

ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের পক্ষ থেকে আরও বলা হয়েছে, iOS, macOS, iPadOS-সহ একাধিক সফটওয়্যার ভার্সন ব্যবহারে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। iOS 18, iPadOS 17.7 এবং macOS 14.7-এর আগের সংস্করণগুলোর ঝুঁকি সবচেয়ে বেশি। যেকোনও সময় সিস্টেম হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন