You have reached your daily news limit

Please log in to continue


প্রসাধনপণ্যে আস্থা বাড়াচ্ছে যেসব দেশি ব্র্যান্ড

নিজের যত্ন বা সৌন্দর্যচর্চায় আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ত্বক বা চুলের যত্নকে এখন ধরা হয় শরীরের যত্নের অংশ হিসেবেই। কারও কারও কাছে তো এটা ‘রিচ্যুয়াল’ বা আচারের মতোই। এ জন্য বিশ্বজুড়ে সৌন্দর্যপণ্য বিশেষ করে ত্বক ও চুলের যত্নের পণ্যের বাজার বেড়েই চলেছে। প্রতিনিয়ত আসছে নতুন নতুন পণ্য। বাংলাদেশের সৌন্দর্যপণ্যের বাজারও কিন্তু এর বাইরে নয়। আমাদের দেশের বাজারেও সারাক্ষণ একরকমের ইঁদুরদৌড় চলে। আর এটি বিদেশি বনাম দেশি পণ্যের। এই মুহূর্তে এসে বেশ আনন্দের সঙ্গেই বলা যায়, আমাদের বেশ কটি স্থানীয় প্রতিষ্ঠান আছে যাদের কারণে সৌন্দর্যপণে৵র বাজারে বাংলাদেশের অবস্থান বেশ পোক্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মৌসুমি ইন্ডাস্ট্রিজের কথা বলতে হয়। যোগ করতে হয় ন্যাচুরা কেয়ারের নামও।

দেশের সবচেয়ে পুরোনো প্রসাধনী উৎপাদক কোহিনূর কেমিক্যাল কোম্পানী এখনো দাপটের সঙ্গে টিকে আছে। এটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৫৬ সালে। বিদেশে কোনো ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ও বিক্রীত একটি বা দুটি পণ্য থাকে, যেগুলোকে ‘নায়ক (হিরো প্রোডাক্ট)’ বলা হয়। কোহিনূর কেমিক্যালের এমন পণ্য একাধিক। সেগুলো হলো তিব্বত পমেড, তিব্বত স্নো, স্যান্ডালিনা স্যান্ডাল সোপ। ৬৮ বছর ধরে টিকে থাকার অন্যতম কারণ, তারা সব সময় সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত পণ্য বাজারজাত করা নিশ্চিত করেছে।     

বলতেই হবে স্কয়ার টয়লেট্রিজের কথা। বাজারে তাদের স্কিনকেয়ার ও হেয়ারকেয়ার পণ্যের চাহিদা আকাশচুম্বী। এর মধ্যে এগিয়ে আছে মেরিল রিভাইভ লাইনের বডি লোশন, শ্যাম্পু, সানব্লক পাউডার, মেরিল গ্লিসারিন, মেরিল পেট্রোলিয়াম জেলি ইত্যাদি। বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে তাদের পণ্যের বৈচিত্র্য ও  পণ্যের সংখ্যা দিন দিন বাড়ছে। স্কয়ার টয়লেট্রিজের একটি সুন্দর ও গোছানো ওয়েবসাইট আছে, যেখানে গেলে সব পণ্যের বর্ণনা পাওয়া যায়। এগুলো তৈরিতে ব্যবহৃত উপাদানের তালিকা, উপকারিতা ও ব্যবহারবিধি জানা যায়। নতুন প্রজন্মের সচেতন ভোক্তাদের টানার জন্য এই ওয়েবসাইট বেশ ভালো ভূমিকা রাখছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন