জলবায়ু ঝুঁকিপূর্ণ বাংলাদেশকে ভাবাচ্ছে অসময়ের বন্যা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সংকটে বাংলাদেশকে ভাবাচ্ছে অসময়ের বন্যা। এটি বাংলাদেশের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বদ্বীপ অঞ্চল হিসেবে ভৌগলিক অবস্থার কারণে এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এর সঙ্গে নদীর নাব্যতা সংকট ও প্রকৃতির স্বাভাবিক সার্কেল ভেঙে যাওয়ায় উদ্বেগ আরও বাড়িয়েছে।
 
এদিকে, সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে আকস্মিক ও দীর্ঘ সময়ের বন্যা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্স এর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র ২০২২ সালের বন্যায় দেশে এক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এ ছাড়া ৭ দশমিক ৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হঠাৎ বা দীর্ঘ সময়ের বন্যায় প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫৫-৬০ শতাংশ অঞ্চল জলমগ্ন হয়। দেশের এ বন্যা পরিস্থিতি ভবিষ্যতে আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও