দ্রুত বর্ধমান ভোগ্যপণ্যের বাজারে মন্দা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮
চলতি বছরের শুরুতেই রামপুরা এলাকায় টিএম বাজার নামে একটি ছোট সুপারশপ চালু করেছিলেন সাজিদ হাসান। শুরুতে ভালো সাড়া থাকলেও জুলাই আন্দোলনের পর থেকে বিক্রিতে ভাটা পড়েছে তার শপে। এখন দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বাড়েনি বিক্রি।
সাজিদ জাগো নিউজকে বলেন, ‘মুদি দোকান বা এমন সুপারশপের বড় বিক্রি নির্ভর করে এফএমসিজির (ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা দ্রুত বর্ধমান ভোগ্যপণ্য) ওপর। এখনো এ ধরনের পণ্যের বিক্রি বাড়েনি। সার্বিকভাবে যা মুদি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে।’