এবার ঘরে বসে মাত্র ১০ মিনিটেই হাতে আসবে আইফোন ১৬!
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮
শাক-সবজি, মাছ, মাংস থেকে শুরু নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেয় ভারতের টাটা গ্রুপের মালিকানাধীন ফাস্ট-কমার্স অনলাইন প্ল্যাটফর্ম ‘বিগবাস্কেট’। টাটা গ্রুপের এই প্ল্যাটফর্ম এবার ইলেকট্রনিক্স বিভাগ চালু করেছে।
সংশ্লিষ্টরা বলছে, এই প্ল্যাটফর্ম থেকে অ্যাপলের সদ্য আনা আইফোন ১৬ মাত্র ১০ মিনিটেই পৌঁছে যাবে ক্রেতার বাড়িতে। শুধু আইফোনই নয়, ল্যাপটপ, প্লেস্টেশন কনসোল, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ-সহ নানা ইলেকট্রনিক্স সামগ্রী ১০ মিনিটের মধ্যে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে বিগবাস্কেট। এজন্য টাটার ইলেকট্রনিক্স পণ্যের অনলাইন প্ল্যাটফর্ম ‘ক্রোমা’র সঙ্গে চুক্তি করেছে বিগবাস্কেট।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- মোবাইল ফোন