কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ৮১ বছরের গোয়েন্দা কাজ মাত্র ৩০ ঘণ্টায় করা সম্ভব, এমনই একটি এআই টুল পরীক্ষা করে দেখছে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী।
এর মাধ্যমে দেশটির সবচেয়ে কুখ্যাত কয়েকটি মামলা সমাধানের সম্ভাবনাও রয়েছে। এভন ও সমারসেট পুলিশের পরীক্ষা করা এই প্রযুক্তি বিভিন্ন এমন সম্ভাব্য সূত্র শনাক্ত করতে পারে, যেগুলো হয়ত ম্যানুয়াল উপায়ে সম্ভব নয়।
‘সোজ’ নামের টুলটি তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায়, যা একইসঙ্গে ভিডিও ফুটেজ, আর্থিক লেনদেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল ও অন্যান্য অ্যাকাউন্ট বিশ্লেষণ করতে সক্ষম।