ইউটিউব শর্টসে যুক্ত হচ্ছে গুগলের এআই ভিডিও মডেল, যে সুবিধা পাওয়া যাবে
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউবের শর্টস ভিডিও। আকারে ছোট শর্টস ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। আর তাই এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ভিডিও তৈরির সুযোগ দিতে ইউটিউব শর্টসে গুগলের ‘ভিও’ এআই ভিডিও মডেল যুক্ত করতে যাচ্ছে ইউটিউব। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি কাজে লাগিয়ে দ্রুত ও সহজে পছন্দের ভিডিও তৈরি করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউটিউবের তথ্যমতে, গুগলের ভিও মডেলটি ওপেনএআইয়ের তৈরি ‘সোরা’ মডেলের মতোই স্বয়ংক্রিয়ভাবে উন্নত মানের ভিডিও তৈরি করতে পারে। ভিও মডেলটি ব্যবহার করে সর্বোচ্চ ১ হাজার ৮০ পিক্সেলের ছয় সেকেন্ডের ভিডিও তৈরির পাশাপাশি সিনেমার মতো আবহও যোগ করা যাবে। এর ফলে ভিডিওর বিষয়বস্তু লিখে সহজেই আকর্ষণীয় শর্টস ভিডিও তৈরি করতে পারবেন নির্মাতারা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- শর্ট ভিডিও