কমবয়সিদের হার্টের সমস্যা? নিয়ামক হতে পারে এই ভেষজ

যুগান্তর প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৮

একটা সময় ছিল যখন বয়স্কদের মুখে শোনা যেত হার্টের অসুখের বিষয়টি। তবে আজকাল আর সেই ধারা বজায় নেই। এখন বয়স ৩০ পেরোলেই বিপদে ফেলছে হৃদ্রোগ। এমনকি এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুও ঘটছে অহরহ। তাই কম বয়স থেকেই হার্টের স্বাস্থ্য নিয়ে সাবধান থাকা উচিত।


বিশেষজ্ঞদের মতে, হার্টের ভয়াবহ সব রোগের ফাঁদ এড়িয়ে চলতে চাইলে প্রথমে ফাস্টফুড খাওয়া ছাড়তে হবে। এর পাশাপাশি ঘি, মাখন জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। এসবের পরিবর্তে খেতে প্রচুর পরিমাণ শাক, সবজি এবং ফল। এছাড়া প্রতিদিন নিয়ম করে পেঁয়াজ খেলে উপকার মিলতে পারে হার্টের সমস্যা থেকে।


এবার আপনি জিজ্ঞেস করতেই পারেন, ঠিক কীভাবে হার্টের সমস্যার সমাধান করে পেঁয়াজ? চলুন জেনে নেই।


হার্টের সমাধানে পেঁয়াজ


বিশেষজ্ঞরা বলছেন, এই ভেষজে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রদাহ কমায়। সেইসঙ্গে ট্রাইগ্লিসারাইডস এবং কোলেস্টেরল লেভেলকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে। যার ফলে সুস্থ থাকে হার্ট। শুধু তাই নয়, এতে মজুত কুয়েরসেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট আবার ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। সেই সুবাদেও কাছে ঘেঁষতে পারে না হার্টের অসুখ। তাই সুস্থ থাকতে নিয়মিত এই ভেষজ সেবন করতেই হবে।


কীভাবে খাবেন?


রান্নায় যেমন পেঁয়াজ ব্যবহার করছিলেন তা চালিয়ে যান। এর পাশাপাশি ভাত খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ খেতে পারেন। অথবা সালাতে শসার সঙ্গে যুক্ত করুন এই ভেষজ। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও