চলচ্চিত্র সার্টিফিকেশন আইনেও ‘সেন্সরের খড়গ’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০
সার্টিফিকেশন বোর্ড গঠিত হওয়ায় চলচ্চিত্র থেকে ‘সেন্সরের খড়গ’ উঠে যাবে বলে চলচ্চিত্রকর্মীরা যে স্বপ্ন দেখেছিলেন, বিদ্যমান আইনে তা পূরণ হওয়ার নয় বলে মনে করছেন তারাই। কারণ সার্টিফিকেশন আইনেও রয়ে গেছে ‘সেন্সরের কাঁচি’।
সিনেমা বাতিল বা স্থগিত করার এখতিয়ার রয়েছে নতুন সার্টিফিকেশন বোর্ডের। তাই নয়, কোনো জেলা প্রশাসক চাইলে তার জেলায় সার্টিফিকেট পাওয়া সিনেমার প্রদর্শনও বন্ধ করতে পারবেন বলে সার্টিফিকেশন আইনে ক্ষমতা দেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে ৬৪ জেলাতেই মূলত সেন্সর বোর্ডকে আরও বিস্তৃত করা হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।