‘এভাবে পুলিশ চলতে পারে না’

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯

কতটা দায় এড়ালে তবে পুলিশ বলা যায়—এই কথাটাকে এখন কিন্তু আর কথার কথা মনে হচ্ছে না। আগে জানতাম, ‘পুলিশ ও লোকাল ট্রেন কদাচ সময়মতো আসে’।


কিন্তু দেখা যাচ্ছে, পুলিশ সময়মতো এখন আর ‘কদাচ’ও আসছে না। বহু স্থান পুলিশ-শূন্য। অনেক ব্যস্ত রাজপথেও পুলিশ নেই। ‘আল্লাহর নামে চলিলাম’ পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থা চলছে। 


ভ্রাম্যমাণ দোকানে সবজি বিক্রি করা এক লোক সেদিন বলছিলেন, ‘আমার ভ্যানের ব্যাটারিডা লয়্যা কেডায় জানি ভাগচে। অর ভাইগ্য ভালো যে ধরা পড়ে নাই। ধরা পড়লে বাইড়াইয়া মাইর‍্যা ফ্যালতাম। কারণ পুলিশ-মুলিশ নাই; মোকদ্দমা অইত না।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও