 
                    
                    বাফুফে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা তাবিথ আউয়ালের
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছেন তরফদার রুহুল আমিন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে শোনা যাচ্ছিল বাফুফের সাবেক সহসভাপতি ও সাবেক ফুটবলার তাবিথ আউয়ালের নাম। সেই গুঞ্জনই সত্যি হয়েছে।
ঢাকার একটি হোটেলে আজ সংবাদ সম্মেলন করে বাফুফের নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাবিথ। ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক এই ফুটবলার। ২০২০ সালে একই পদে হেরে যান। টানা চতুর্থবার নির্বাচন করতে যাচ্ছেন তিনি। নিজেই বলেছেন, ‘আমি গত তিনটি নির্বাচন করেছি। এবারও আমি লড়ব। আর সেটা সভাপতি পদে। আমি আশাবাদী জিতব।’
 
সভাপতি পদে জিতলে কী করবেন, সেই পরিকল্পনার কথা পরে জানাবেন তাবিথ। ফুটবলকে সামনে এগিয়ে নিতে পারবেন, এমন বিশ্বাস নিজের ওপর আছে জানিয়ে বলেছেন, ‘নির্বাচনে প্রার্থিতা পেশ করে আমার নির্বাচনী প্রতিশ্রুতির ব্যাপারে জানাব। নির্বাচনী ইশতেহারের ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, আমি সভাপতি হলে খেলার মাঠে চমক দেখাব। ফুটবলকে পরের ধাপে নিতে পারব আশা করি।’

 
                    
                 
                    
                 
                    
                