You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের ফিল্ডিং কেন সাজিয়ে দিয়েছিলেন পন্ত

ঋষভ পন্ত, নাকি নাজমুল হোসেন শান্ত—এই অদ্ভূ তুড়ে প্রশ্নই জেগেছিল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে। কারণ পন্ত যে পরশু টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছেন। কেন এমনটা করলেন, তার ব্যাখ্যা পন্ত গতকাল দিয়েছেন ম্যাচ শেষে। 

অফিশিয়ালি আজ চেন্নাই টেস্টের পঞ্চম দিন হলেও  ম্যাচ গতকাল চার দিনেই শেষ হয়েছে। ম্যাচ শেষে পন্তকে সেই ঘটনা মনে করিয়ে দিয়েছেন ভারতের ধারাভাষ্যকার সাবা করিম। তখন তিনি (পন্ত) শান্তর পরিবর্তে বাংলাদেশের অধিনায়ক ছিলেন কি না—এমন প্রশ্ন শুনে হেসে দেন পন্ত। কারণ পন্তের কথামতোই পরশু ফিল্ডিং সাজান শান্ত। বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দেওয়ার ব্যাখ্যায় পন্ত বললেন, ‘প্রথমত অজয় (জাদেজা) ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, সেটা সব সময় আমাকে বলেন। তা নিজ দলের হোক বা বিপক্ষ দলের। আমি দেখছিলাম যে সেখানে (মিড উইকেট) কোনো ফিল্ডার ছিল না। এক জায়গায় দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি তাই বললাম, একজন ফিল্ডার সরিয়ে মিড ফিল্ড বরাবর নিয়ে এসো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন