ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে নজর দেবেন কি
গত ১১ আগস্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যানজটে আটকা পড়ে আছেন। এ দৃশ্য সত্যি আমাদের আশাবাদী করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে দাবি উঠেছে, তা যে ড. মুহাম্মদ ইউনূস অনুধাবন করতে পেরেছেন, এ ছবি তারই প্রমাণ। সভ্য সমাজে সব নাগরিক সমান। সেখানে কেউ ভিআইপি সুবিধা পেতে পারেন না। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার এ যেন কেবল শুরু। আমরা আশা করব, রাষ্ট্রপতিও রাস্তায় বের হলে জনসাধারণের চলাচলের পথ আর বন্ধ করবেন না। ভবিষ্যতে যারা প্রধানমন্ত্রী/রাষ্ট্রপতি হবেন, তারাও এ পদাঙ্ক অনুসরণ করবেন। আমরা একই সঙ্গে ভিআইপি বিধি বাতিল করার দাবি জানাচ্ছি।
এরই মধ্যে সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে। ছয়জন বিশিষ্ট নাগরিককে এ কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়েছে। সংস্কারের ক্ষেত্রগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান। তিন মাসের মধ্যে সংস্কার পরিকল্পনা সম্পন্ন করার কথা রয়েছে। আমরা সরকারের এ সংস্কার কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানাই। এর সঙ্গে আমরা কিছু কথা যোগ করতে চাই।