You have reached your daily news limit

Please log in to continue


এলএনজি আমদানি নীতির সুযোগ লুফে নেয় বিশেষ গোষ্ঠী

দেশে গ্যাস সংকট নিরসনে বিগত আওয়ামী লীগ সরকার ‘গ্যাস সেক্টর মাস্টারপ্ল্যান-২০১৭’ তৈরি করেছিল। যেখানে মধ্যম ও দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে ২০৪১ সাল পর্যন্ত এলএনজি আমদানিকেই মোটাদাগে প্রাধান্য দেয়া হয়। আর এ নীতিকে লুফে নেয় দেশী-বিদেশী বিশেষ কয়েকটি কোম্পানি। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত আমদানি করা হয়েছে অন্তত দেড় লাখ কোটি টাকার এলএনজি। এসব প্রতিষ্ঠানকে কাজ দেয়ার পেছনে মোটা অংকের কমিশন বাণিজ্য হয়েছে বলেও অভিযোগ রয়েছে। 

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, এলএনজি আমদানি চুক্তি, টার্মিনাল নির্মাণ, রিগ্যাসিফিকেশন, স্পট মার্কেট থেকে সরবরাহসহ সংশ্লিষ্ট কাজগুলো ঘুরেফিরে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানই পেয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় কোম্পানি সামিট গ্রুপ, যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি, সিঙ্গাপুরভিত্তিক এমএস গানভর ও ভিটল এশিয়া, জাপানের জেরা, সুইজারল্যান্ডের টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার। তবে সামিট গ্রুপকেই এ খাতে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে শেখ হাসিনা সরকার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন